বন্ধু, তুমি বদলে গেছ! না আমি!
আমি তো সেই আছি।
রোজ সকালে সাইকেলের সীটে বসে
কবিতা বলতে বলতে প্যাডেলে দিই টান
কারখানার ঘড়-ঘড়ানি আর শ্রমিকদের সঙ্গে
গাই সমতার গান।
সন্ধ্যা বেলা ঘরে ফিরে
সাংসারিক তর্জনীতে হই যে বেহাল।
তবু আমি হাসি, তবু আমি গাই...জীবনের গান।
আর তুমি!
তুমিও ছিলে আমার সাথী
গাইতে অনেক গান।
বলতে অনেক গল্প-গাঁথা
হাসতে জুড়িয়ে প্রাণ।
আজ তোমার মুখে নাইকো হাসি
কন্ঠে নাইকো গান।
সবার থেকে লুকিয়ে থাকো
মূখ ফিরিয়ে চলতে থাকো,
সইকেল থেকে মোটরে চলো
সুট-বুট আর কালো চশমা
টাইতে দাও গো টান।
সিগারেটের ধোঁয়া মদের ছোঁয়ার
রঙ্গীন নেশায় ভরাও নিজের প্রাণ।
বদলে গেছে তোমার দুনিয়া
বদলে দিয়েছে 'মানি' ...ভালো হয়েছে।
বন্ধু, তুমি ভালো করতে
যদি না বদলাতে "তুমি"।