সমুদ্র উত্তাল হয়েছিল সেদিন-
আকাশকে ভালোবেসে।
উন্মাদ হাওয়াকে বলেছিল,
"আয়রে হাওয়া, উড়িয়ে নিয়ে চল মোরে
আকাশের পাণে"
কত যুগ ধরে রেখেছি ওর ছবি
বুকের মাঝে, অনন্ত গভীরে--
প্রতিচ্ছবি করে।
উন্মাদ হাওয়া ধেয়ে এসেছিল সমুদ্র পাণে।
মিলনে উদগ্রীব সমুদ্র
উড়ে যেতে চেয়েছিল আকাশের গায়ে।
উচ্ছোসিত প্রাণ, হিল্ললিত বাসনা
ভ্রুক্ষেপ ছিল না কোনো খানে।
আকাশও নেমে এসেছিল
সমুদ্রের প্রচন্ড আহ্বানে
ধেয়ে এসেছিল সুনামি পৃথিবীর 'পরে।
ভয়ার্ত আকাশ সমুদ্রকে বলল,
"ভুলে যাও মোরে, আমি তো আছি অনেক দূরে--
সূর্য্যের সাথে।
তোমাকে মনে রাখি, তাইতো তোমাকে ডাকি
আমার সকাশে,সাদা কালো মেঘ ক'রে।
তুমি থাকো পৃথিবীর সাথে।
আমি রব... ছবি আর প্রতিচ্ছবির মাঝে
তোমার চিহ্নদের বুকে নিয়ে।