সেদিন তোমাকে দেখলাম--
আবক্ষ মূর্তিতে দাঁড়িয়ে ছিলে
কোথায়? কো-থা-য়--
রবীন্দ্রসদনে?না কি নেতাজী ইনডোর ষ্টেডিয়ামে?
উপচে পড়া ভিড়ের মধ্যে
তুমি ছিলে স্থির--
দেখে শিহরণ জেগেছিলো,
ষ্টেডিয়ামের চারিদিকে মায়াবী আলোর প্রতিবিম্বে
ঝলমলিয়ে উঠেছিলো তোমার মুখ-জ্যোতি,
প্রদীপের আলো আর শঙ্খধ্বনিকে
নিস্তেজ মনে হচ্ছিলো
সারা ষ্টেডিয়াম জুড়ে মন্দ্রিত গুঞ্জরণে
তোমার জয়গানে--
তোমার অম্লান রূপ নিথর--নির্বিকার--
এনেছি...
একটা পুষ্পস্তবক তোমার জন্যে--
তোমার কবিত্বে আর ভাবময় দৃষ্টিতে
আপ্লুত আমি--
মনের মধ্যে শুধু তুমি আর তুমি
তোমায় বুঝতে বুঝতে
কখন যে সার্ধ শতবর্ষ কেটে গেছে
জানতেই পারি নি,
তোমার নির্বাক ভাষা-জ্যোতিকে বুকে নিয়ে
বাস-ট্রামের ভিড় ঠেলে
কখন যে বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছি
বুঝতেই পারি নি,
আজীবন মন জুড়ে
শুধু তুমি,তুমি আর তুমি-----



বিশেষ--বিশ্বকবি রবীন্দ্রনাথ স্মরণে-----