এদিকে এখনও বৃষ্টি হয়নি।
তবুও, ক্যাকটাস গুলো বেঁচে রয়েছে।
আকাশের দিকে তাকায়
আর বাঁচার লড়াই করে।
মাঝে মাঝে সন্ধ্যায়, ভীষণ মরু-ঝড় ওঠে।
ব্যাপক প্রহার লাগে,
চোখ-মুখে ঝাপসা দেখে,
উদ্বাস্তু হওয়ার সম্ভাবনা থাকে।
প্রতীক্ষা করে, একটা ঝলমলে দুপুরের।
মরিচিকার পানে চেয়ে থাকে, মনে মনে হাসে।
এক পশলা বৃষ্টির ওরাও স্বপ্ন দেখে।