কবিতাঃ- কবিতার মতো হয়ে
✍️ মনোজ ভৌমিক


একবার যদি তুই মন ছুঁয়ে বলতিস,
ভালোবাসি অনিকেত....
তারপর  দেখতিস!
পৃথিবীর বুক থেকে কাঁটাতার হাটাতাম
আঁকচারা মুছে দিয়ে
কবিতাই লিখতাম।
ছন্দ মিলিয়ে সবে এক সুরে বাঁধতাম
ভালবাসি, ভালোবাসি,
কথাটাই বলতাম।
দেশ টেশ কিছু না, দুনিয়াটা সেই গোল
কবিতার ভাবনায়
সবারি তো এক বোল।
প্রেম প্রীতি ভালোবাসা বিরহের সব কথা
পৃথিবীর মানুষের
ভাবনায় এক ব্যথা।
কবিতাই সব পারে  ভাঙতে ও গড়তে
অবুঝ এ পৃথিবীটা
যদি পারে এটা বুঝতে!
দেখে নিস অনামিকা,থাকবে না যুদ্ধ
থাকবে প্রেমের মাস
আর থাকবে ঐ বুদ্ধ।
কবিতার দিন হোক আজ কাল প্রতিদিন
কবিতার মতো হয়ে
ভালোবেসে হই লীন।


@বিশ্ব কবিতা দিবসের আন্তরিক শুভকামনা জানাই@