গত রাতে ঘুমিয়ে ছিলে
নীল আকাশের বুকে।
কবিরা সব জেগে ছিল
স্বপ্নভরা চোখে।
সকাল হতেই আদর ক'রে
ডাকলে প্রাণের কাছে।
মুখের উপর জলের পোছা
চেহারাটি দিল মুছে।
চোখের কোণে কাজল দিল
কপালেতে লাল টুক।
ভিজা চুল আঁচড়ে দিয়ে
পেলেন বড়ই সুখ।
ঠোঁটের 'পরে লাল রঙটি
দেখতে ভারি মিষ্টি।
আলত ক'রে নাড়ল চিবুক
একি অনাসৃষ্টি!
নাকেতে দিল জুঁয়ের কুঁড়ি
কানেতে দিল ঝুমকো লতা
খোঁপায় গোলাপ ফুল।
বেল, জুঁই আর পলাশ দিয়ে
বাঁধল তারে খুব।
প্রজাপতির পাখনা দিয়ে
ঢাকল তনু তার।
পায়ের 'পরে নূপুর বাজে
গলায় দিল সাতনরি হার।
হাতের মধ্যে কাঁকন বাজে
মুক্ত ঝরে ঠোটের আঁড়ে।
হৃদয় মাঝে ভরিয়ে দিল
ভাবের অলংঙ্কার।
কবিতা বলো তো,
তুমি আজ কার!