হাসি চাই! হাসি!
চাঁদের হাসি কিনতে গেলাম
পৃথিবীর বাজার থেক।
হাসির পশরা নিয়ে দাঁড়িয়ে ছিল
মানুষ সারে সারে।
হাসি গুলিকে আলতকরে পরখ করে দেখলাম।
কোনটা পঙ্কিল, কোনটা আর্দ্র, কোনটা শুস্ক,
কোনটা বা অপাংক্তেয় হিংসার দাবানলে।
দুঃখিত মন বাজল করুন রাগে।


হাসি চাই! হাসি!
সেই হাসি, যে হাসি-
অনন্ত আকাশের মত ব্যাপ্ত!
সৌম্য- শান্ত,নির্মল- প্রশান্ত।
হেসেছিলেন তিনি, বোধবৃক্ষ তলে।
কিনব সেই হাসি
যদি চাও প্রাণ,
বিনামূল্যে দিব উপহার।