কবিতাঃ-জীবন মানে
✍️ মনোজ ভৌমিক


অনেক কিছুই ভাবছি আজকে মনে
উলটপালট করছি স্মৃতির পাতা,
হাসতে গিয়েও কান্না চোখের কোণে
চোখের জলে ভেজাই মনের খাতা।


ভাবের ঘরে লাগাম লাগাই কত
ভাবনাগুলো কেবলই স্বার্থপর,
সারকথাটা বুঝেও বোঝেনা কেন!
ভাবনার কাছে মন হয়ে যায় পর।


সুখ দুঃখ ঐ জোয়ার ভাটার মত
যাওয়া আসার ছন্দ মেনেই চলে,
রাতের বেলায় থাকে বিরাট ক্ষত
ভোর ধুয়ে দেয় সবটা শিশির জলে।


ভোরের শিশির ক্ষতই ধুতে জানে
দুপুর হলেই জ্বলতে থাকে মন,
সায়াহ্নে এসে খোঁজে জীবন মানে
মানে খুঁজলেই রাত্রি নামে তখন।


জীবন মানেই আলো আঁধারি খেলা
কেউবা বাঁধে সুখ-স্বপ্নের বাসর,
নিত্যদিনের হাসিকান্নার দোলা
সময় এসেই ভাঙে স্বপ্নের ঘর।