ঐ দেখ, উন্মত্ত গতিতে ধেয়ে চলেছে কে?
বিজয় পতাকা হাতে,
রাতের নিস্তব্ধতা ভেঙ্গে,
মহানগরীর বুকের উপর দিয়ে
কে ও!
ক্ষত বিক্ষত দেহে, শত ছিন্ন বস্ত্রে
আনন্দ অশ্রুতে ঢল ঢল-
ও কে!


ঐ ওঠে আর্তনাদ, "পেয়েছি মুক্তি আজ।
জাগো, মহানগরী জাগো!
আমি সেই নির্ভয়া!
দেখ, আইনের সাড়ে চারশো মিটার রেসে-
আমি বিজয়িনী।
আর ঘুমিয়ে থেকো না মায়ানগরী
এবার জাগো।
পৃথিবীর সমস্ত নির্ভয়াদের পাঠিয়ে দাও
আমার বিজয়ের আর্তনাদ।
পাশবিকতার মুখে যেন করে পদাঘাত।
কলঙ্কিত মহানগরী, মানবিকতার পবিত্র
আলোকমালায় নিজকে বাঁধো।
জাগো, মহানগরী জাগো।



বিঃ দ্রঃ গত কাল নির্ভয়া কান্ডের দোষীদের সর্বোচ্চ ন্যায়ালয়ের দন্ডাদেশের প্রেক্ষাপটে লেখা।