কবিতাঃ- হারিয়ে ফেলছি ধীরে ধীরে সুদৃষ্টি
✍️ মনোজ ভৌমিক


বৃষ্টি ভেজা শব্দেরা খোঁজে মন,
বাদল মেঘে রোদের জ্বালাতন!
বর্ষামঙ্গল গাও না সারাক্ষণ,
অতি বৃষ্টির ভীষণ প্রয়োজন।


ফুরিয়ে যাচ্ছে মাটির বুকে রস,
সময় এখন উন্নয়নে বস!
প্রাণের মধ্যে নেই আর সে জোস,
জল ফুরোলে সময়ের কি দোষ?


ইট পাথরে গড়ছো অট্টালিকা,
কোমল মাটি! কোথায় পাবে দেখা!!
ধোঁয়ায় আকাশ বড্ড বেশী ঢাকা,
বৃষ্টির গল্প তাই তো আঁকাবাঁকা।


সবুজ কথা, অবুঝ দেখছি আজ,
বিষাণু,বোমায় মারাই বড় কাজ।
দিকে দিকে আগ্রাসনের সাজ!
এ সভ্যতার নেই তো কোনো লাজ।


হাহাকার ওঠে, বৃষ্টি!বৃষ্টি!! বৃষ্টি!!!
হারিয়ে ফেলছি ধীরে ধীরে সুদৃষ্টি।