কবিতাঃ- এক যে আছে
✍️ মনোজ ভৌমিক


এক যে আছে দ্বীপের দেশ
বাহারি বিচের সারি!
সেই কারণে দ্বীপ দেশটির
গর্ব আজ বড় ভারি!!


প্রতিবেশীও মহান দেশ
ভাবনা বড় উদার,
সুখ দুঃখে দ্বীপ দেশকে
ভাবতে থাকে ব্রাদার।


হৃদয় দিয়ে সোহাগ করে
নানা ভাবে বাসে ভালো,
প্রতিবেশীর শত্রু দেশের
চোখ হয়ে যায় কালো!


নানান রকম ফন্দি কষে
মনেতে জমির খিদে,
ধীরে ধীরে মেশায় ও বিষ
দ্বীপ জনতার দুধে।


বিষের জ্বালায় জ্বলে ওঠে
দ্বীপের তিনটি সাপ,
প্রতিবেশী দেশের ওঝায়
গালি অনাপসনাপ!


প্রতিবেশী দেশের ওঝাও
জাগলো দারুণ রোষে,
নানান রকম নাগপাশে
বাঁধলো দ্বীপেরে ঠেসে।


তাইনা দেখে শত্রু দেশের
জিভ লকলক করে,
নাগপাশকে মুক্ত করতে
চুং চাং মন্ত্র ঝাড়ে।


ভাবনা আজ গভীর জলে
ডুব সাঁতারুর দেশ,
কারুর চাই ঐ দ্বীপ রাষ্ট্র
কারুর উপনিবেশ।