কবিতাঃ- এ সময় করো পার
✍️ মনোজ ভৌমিক

জিজ্ঞাসা কোরো না আর
বলছি তো বার বার,
বেঁচে আছি, বেঁচে আছি,
একগাল নিয়ে মাছি!

দেখছে শুধু দু'চোখ
চারিদিকে মৃত্যু-শোক!
কান দু'টো শুধু শোনে
আঙুলে হিসেব গোণে!!

মুখে বলি, হরি হরি,
ভয়ে বুক চেপে ধরি।
এ কেমন মৃত্যু রোগ!
কতদিন এ দুর্ভোগ!!

এ কেমন লীলা প্রভু!
শ্রেষ্ঠ জীব জুবুথুবু!!
অহংকার মাটি খোঁজে
নীরবে মুখটি বুজে।

হে ঈশ্বর, কোথা তুমি?
বাঁচাও এ বিশ্বভূমি,
যাতনা সয়না আর
এ সময় করো পার।