কবিতা:-ধর্ষিতা স্বাধীনতা
কবি:- মনোজ ভৌমিক (দুর্নিবার কবি)


হায়রে চন্ডীগড়! এ কোন স্বাধীনতা দিবস মানালি তুই বল!
সত্তরটা চাবুক খেলি। এটা কি তোর পতাকা উঠানোর ফল?
চিল্ড্রেন পার্কে রক্তাক্ত হলো যে ইউনিফর্ম!
এই মেয়েটা, স্বাধীনতার কোন গান গাইলি তুই বল?
প্রশাসন কেন দেখল না এই রক্ত প্যারেড ছল?
ভোরের আলোতে আধফোটা কদম,কদম মিলিয়েছিল।
রাস্তাটা তো সোজা চলে যাচ্ছিল;
ধারালো ছুরিটা হঠাত্ বেরিয়ে এলো।
লালকেল্লা 'বেটি' বাঁচাও কি বলেছিল!
এমনি কত গলি পথ আছে দেশে,
কত কদম ধর্ষিতা হয়,এই ভাবে অবলেশে।
বল না প্রধান,বল না আজকে তুই!
মেয়ের মা-বাপ হয়ে,কি করে নিশ্চিন্তে ঘুমোই?
কালকে আবার প্রহসন হবে,আইনি-আদালত।
হয়তো ওর ফাঁসি হবে;ধুয়ে যাবে কি রক্ত ইউনিফর্ম?
প্রশ্ন চিহ্ন? আজ-কাল-পরশু;তুই কি পুরুষ বদলে যাবি?
মনের থেকে মুছে নিবি কি মাংস খাওয়ার ছল?
এই কি পেলাম সত্তরটি স্বাধীনতার ফল।



বি:দ্র:-ভারতবর্ষের পাঞ্জাব রাজ্যের চণ্ডীগগড় শহরের গত কালের ঘটনার উপর  লিখিত কবিতা।
হঠাত শব্দটা পরে পি সি তে চেঞ্জ করবো।