কবিতা:- বৃষ্টির পূর্বাভাষে
                     মনোজ ভৌমিক

মেঘ ভেঙে ভেঙে নেমে আসে যেন অশান্ত রোদ্দুর,
চাতক প্রাণে জাগছে এখন কণ্ঠ কাঁপানো সুর।
হৃদয় জাগানো মন রাঙানো সোহাগী কদমগুলো,
বিরাগী দেহেতে আবেশি চোখেতে তাকিয়ে কেমন ছিলো!

উদাসী দুপুরে শ্রান্ত পুকুরে জাগছে কৃষ্ণ মেঘ,
আলোছায়া ঘেরা ওদের দেখি যে মায়াময় গতিবেগ।
ময়ূর পেখমে শুষ্ক কাননে নেচে ওঠে মন মতি,
জেগে ওঠে আজ ওই প্রাণেতে পিয়াসী ভাবনা অতি।

ভাবের ঘরটা দেখছি আজকে দিগন্তে দস্তুর,
মনের দেশেতে জেগে ররয় যেন প্রিয়া মিলনের সুর।
ইলিশগুঁড়ির ঝিমোনো আবেশে কাঙ্ক্ষিত ভালোবাসা,
হৃদয় কাননে জেগে ওঠে আজ সজীব প্রাণের আশা।