এলোমেলো স্বপ্নগুলি পাখনা মেলে
নিদারুন গ্রীষ্মের বিকেলটাতে
মনটাকে জালিয়ে বেড়ায়।
দিনান্তের শেষ আলোকমালা
ক্রমস নিষ্প্রভ।
বিশাল মরুদ্যানে বেঁচে আছি
ক্যাকটাসের মতন।
মরিচিকার পানে কেবলই চেয়ে থাকা
শুধুই প্রত্যশা নিয়ে বাঁচা।


কাকাতুয়াটা খাঁচায় বন্দী।
সে আর মধুর সুরে বলে না,
" ওগো শুনছ, এদিকে আসবে একবার!"
অন্ধকার নেমে আসে লতাপাতাদের হাত ধরে।
হেমন্তের পাতা খসানোর সময় এসেগেছে,
শীতের শুস্কতায় ফ্যাকাসে হয়েছে
গাছগুলির মাথা।
বসন্ত নেই। দূরে চলে গেছে।
হৃদয়ের প্রজ্জ্বলতা, গাঢ় অন্ধকারে ঢাকা।
চুপ ক'রে আছে।
ঠিক যেন বরষার  ভেঙ্গে যাওয়া
নদী কূলের মতন।
আজ শুধু চোরাবালির উপর দাঁড়িয়ে,
মনে মনে সমুদ্রের গভীরতা মাপা।