যন্ত্রনাদগ্ধ জীবনের শেষ পংক্তি গুলি;
কেমন যেন অসংলগ্ন, আগোছালো ছবি।
বাগানের ফুলগুলি যেন,
গন্ধহীন বিবর্ণ শুষ্ক পাতার মতন।
দিগন্তের শেষ রক্তিম আভা;
সুদূর বনানীর অন্তরালে অস্তমিত।
রুদ্ধ দুয়ার হতে, ভেসে আসে
আহ্বান কত শত!
আজ তাই জীবনের অন্তিম নৈবেদ্য
দেবতার পায়ে সমাহিত।