কবিতাঃ- বাংলাটা যে প্রাণের ভাষা
✍️  মনোজ ভৌমিক

আজকাল,পরের মাকে 'মা' ডাকতে বড্ড লাগে সুখ,
নিজের মাকে 'মা' বলতে গেলে,মনেতে বড়ই দুখ!

এই কথাটি বলছি আমি আজকে দারুণ রেগে,
বাংলা ভাষা কাঁদছে কেন রাত্রি জেগে জেগে?

অনেক কথা বলতে আমার আজকে ভীষণ ইচ্ছে করে,
ভয় পাই ভাই,সত্যি বললে, যদি কেউ টুঁটি চেপে ধরে!

দয়ার সাগর বিদ্যাসাগর ছিলেন জ্ঞানের মহাসাগর,
সংস্কৃতটা নিংড়ে তিনি করেন নি কি বাংলা ভাষা উজাগর?

আজকে দেখি সেই বাংলায় রুচি রাখেন শত বিদেশী লোক,
বুক ফুলিয়ে বলছি বাঙালি,বাংলা বলতে গেলেই মনে শোক!

যে বাংলাটা বলছি আমরা ঐ ভাষাই হতো ক্ষীণ,
যদি না আসতো ওইখানে বাহান্নোর রক্তঝরা দিন।

বীর সুভাষ তো মস্ত মস্ত ইংলিশ বলেছিল,
তাই বলে কি সেই মহাশয় বাংলাটা ভুলেছিল?

মাইকেলটা রাগের বসে ইংরাজ হয়ে গেলো!
বাংলা ভাষায় ফিরে এসে অনুশোচনায় ডুব দিলো।

যুব সন্ন্যাসী বিবেকানন্দ প্রকৃত বাঙালী ছিলেন,
আমেরিকার শিকাগো থেকে বিশ্বে ভারত দেখালেন।

রবীন্দ্রনাথের হাত ধরে নোবেলটা কি এমনিই দেশে এল!
ভাবের ভাষা বাংলা ভাষায় বিশ্ব সাহিত্য মোহিত হয়েছিল।

আজ ইংরেজিটার জরুরী আছে সবাই জানে ওরে,
বাংলাটা যে প্রাণের ভাষা, চলুক না হাত ধরে।