কবিতাঃ- বাকীটা ভূতেই সমর্পণ
✍️ মনোজ ভৌমিক


সময় আজ বড়ই চতুর
বলার মতো কিছু তো নাই,
অনেককিছু করতে হাসিল
অন্ধ হয়ে ছুটছি সবাই!


অনেক কিছু পেতে চাইলেও
পিছিয়ে তবু আসতে হয়,
জীবন দেখায় আঙুল তুলে
সবটা কিন্তু তোমার নয়!


যতটা তোমার প্রাপ্তিযোগে
ততটাই তুমি পাবে ভাই,
তার বেশি চাইতে গেলেই
দেখবে তুমি তোমাতে নাই।


সময় শেখায় মূলমন্ত্র
সন্তুষ্টি মনে থাকাই চাই,
প্রয়োজনের অতি হলেই
থাকবে না তার মূল্যটাই।


চির সত্য বুঝবে যেদিন
সেদিন সেটা শেষের ক্ষণ,
বরাদ্দ ছিল অতটুকুই
বাকীটা ভূতেই সমর্পণ।