ঐতিহ্য সে আবার কী?
আধুনিক সভ্যতার টানে
কেউ কি আর ফিরে চায় ঐতিহ‌্যের পানে!


ঐতিহ্য ভুলে আধুনিক হয়েছে মানুষ
পড়নের কাপড় হয়েছে ছোট
কে ছেলে কে মেয়ে ঠাওর করা দায়
ঐতিহ্য সে আবার কী?
বলতে পারবনা ভাই


কোথায় আমার বঙ্গ নারী
নেইকো তাদের ঠাই
কষ্ট কের দু একজনকে খুজে পাওয়াও দায়


পশ্চিমা সভ্যতার গ্রাসে বাংলার ঐতিহ্য হারিয়ে যায়
বাংলাটা ঠিক বলতে পারিনা তাতে কী আসে যায়।


শাহবাগ চত্তরে তাকালে দেখি বেহায়াপনার মেলা,
বাঙ্গালী হয়ে জন্ম নেয়া তাদের কাছে অপরাধ
আহা কী যে তার অবহেলা।।


ধিক্কার জানাই তাদের আমি যারা
বাংলাকে করে অবহেলা
এই বাংলায় ফিরে আসেত হবে
ফুরাবে যখন বেলা।।