জেলখানা তে ঠাই
জাহিদ খান


সোনার বাংলায় ভাসে নীল আকাশ,
নিত্যপণ্যে বিপন্ন জীবন আজ।
দ্রব্যের মূল্য ভীষণ উর্ধগতি,
বাজারে মানুষ হারাচ্ছে  নিজ গতি।


সাধারণ মানুষ,মজুর,কামার চাষি,
অধিকমূল্যে ভুলেছে মুখের হাসি।
সোনার বাংলায় নিত্য পণ্যের দামে,
মরণ ফাদে আমজনতা ঘামে।


সুখের রং হারায় মুখ হতে,
যখন ওঠে বাজারের থলে হাতে।
উর্ধ্ব মূল্যে উঠছে নাভিশ্বাস,
বাচার বুঝি নাইকো কোনো আশ।


মুখের ভাষাও হারিয়ে গেছে আজ,
বাচে না জীবন করেও দ্বিগুণ কাজ।
বলবে কাকে এই অনাচার ভাই?
উচিত বললে জেলখানাতে ঠাই।