অভিশাপ দেবো না
জাহিদ খান


তোমাকে আমি অভিশাপ দেবো না
যদিও ভুলেছ ঠুনকো অজুহাতে,
কষ্ট পেয়েছি হয়েছি বিবর্ণ
করেছ হৃদয় চূর্ণ বিচূর্ণ
তবুও তুলি দুহাত করি মোনাজাত
থেকো তুমি সুখ আনন্দে পরিপূর্ণ।


তোমাকে আমি অভিশাপ দেবো না
অহেতুক এনোনা সে ভাবনা মনে
তোমার সুখের তরে সারাজীবন ধরে
রয়ে যাবো অগোচরে জলে দুচোখ ভরে
অপ্রাপ্তির যাতনা ভুলে একাকী নির্জনে
তবুও প্রার্থনা তব সুখ কায়োমনে।


তোমাকে আমি অভিশাপ দেবো না
যদিও দিয়েছ উপহার চোখ ভরা জল
ভেবে নিবো এ যাতনা আমার
নিজের যাপিত জীবনের ফল
সময়ের স্রোতে ভেসে যাবো আমি
মরা নদী তটে ভাসিয়ে নোনাজল।