বিপন্ন মানবতা
জাহিদ খান


অসহায় সন্ধ্যার অবসান,
আশা নাই দু:খ অপরিমান।
নিশুতি রাতের অন্ধকারে,
হারিয়ে গেছে মানুষের মনের রঙ।


বিপন্ন মানবতা কষ্টের অলিঙ্গন,
হৃদয়ে ঠাঁই নেই আছে মরু প্রান্তর ।
অনুভবে হারানো,হৃদয় ভাঙ্গা,
জীবনের কথা নেই বিপন্ন মানবতায়।


অন্ধকারের মাঝে পাথরের পথে,
চলছে জীবন বিপন্নতার ভয়ে।
আলোর আশায় নিজেরা গোপন,
আত্মহত্যা করে হতাশ জীবন।


অনাচারের  রাজ্যে আঁধারে জীবন,
সমাজে বিরাজ করে ধু ধু বিরান।
মানবতা অন্ধকারে,রাত ভয়াল,
সত্যের আলোয় আলোকিত হতে দুর্বল।