"তোমাকে চায়"

     "জাহাঙ্গীর আলম"

ফাগুনের দু চোখ ছেয়ে যাওয়া একমুঠো রোদে,
সোনালী সুর্যদয়ে,তোমাকে চায়।

অবুজ ঝরা পাতায় দুঃখ বেদনার,
অবাধ কবিতায়,
বোনের কান্না ঝরা স্নেহে, তোমাকে চায়।

মায়ের অশ্রু মোছানো রক্ত আচলে,
কঠিন প্রতিজ্ঞায়,
শিল্পীর আঁকা সব ছবিতে,
তোমাকে চায়।

জোৎসনা ছায়ার অতল উল্লাসে,
গন্ধ ফুলের ছন্দ একে.
তোমাকে চায়।

এখানে,কৃষকের পাচন রাইফেল,
মজুরের শ্রম ইস্টেনগান,
রাখালের বাঁশি হক্ক্রজ,
আর ছাত্রের মেধা
বৃষ্টি বুলেট।

মেঘলা দুপুর বিকেল ছায়া
ফসলের মাঠ কঠিন পাহাড়,
উত্তাল সমুদ্র তোমাকেই চায়।