"ঠিকানা বিহীন"

          "জাহাঙ্গীর আলম"

উদ্দেশ্যহীন ভাবে চললে
শেষ হয়না ঠিক,
ঠিকানা বিহীন পথ।

ঠুনকো অজু হাতে
রোজ আমায় দিতে,

অর্ধেক তার ফুটিয়ে ফুল
অর্ধেক তার কলি।
দিয়েছো যত মন মতো
গেথেছি মালা তারি,

বিকেলে বকুল ফুলে
গন্ধ নিয়েছি তুলে।

দিয়েছি চুমু আলতো করে
তোমার ঝোলা চুলে।

বুনো হাওয়ায় ফুল বনে
ঢেউ যখন উঠে,
চোখেতে কাজল কপালে আদর
ঠোট রাখি দুই ঠোটে।

ঠিকানা বিহীন মেঘ
ছুটে গিয়েছে চাঁদে,
অমনি করিয়া জেগেছে আকাশ
সূর্য যখন কাদে।

ঘুমে থেকে ঠিকানা খুজি
চোখ বুঝলে ও তাই,
এমনি করে থাকলে পড়ে
ঠিকানা কি পাই।

24/1/2018