"                              

        "সব সত্যি নয়"

               "জাহাঙ্গীর আলম"

যে মরেছে কুয়ায় পড়ে
তার চোখ ছিলো সত্যি।
ঐ যে অন্ধ চলেছে পথ অন্ধকারে,
মরেনি কুয়ায় পড়ে।
তাও ঠিক!

যা দেখিছি নিজে দাড়িয়ে সচক্ষে
তা সত্যিই বড় মিথ্যে।

যা সুনেছি বলেছে সবাই,
তা সব সত্যি নয়।

যা হারিয়েছি অন্য রকম তা
কিছুটা বিশ্বাস।
যা ভাবতে ও পারিনি,
তা এ রকমই হয়।

যা আর ফিরে আসবেনা,
কখনো সেই সময়।

যা নিন্ধুকের চোখে সত্য,
তা বারবার ফিরে আসে।
যা দেখেছি সুনেছি, বলেছে অন্যেরা
তা আসা যাওয়ার সময়ের প্রতিক।