"দেখা হয় নি"
             "জাহাঙ্গীর আলম"
      
তোমার প্রথম যৌবন টা  
দেখার সৌভাগ্য হয়নি আমার?  

হয়তো বা -
কেউ দেখেছে  -
কিংবা এখনো দেখে।

কৃষ্ণচূড়া যদি তুমি
ফূটায়ে ফুল ফাগুন আনো
উদাস দুপুরে -
বলো ভয় কি তাতে?

ভুল বৈশাখে যদি
বৃস্টি আনো বসন্ত ভেবে  -

যদি আমাকে ডেকে নাও
তোমার-ই সাথে।

লাল শাড়ি জড়ায়ে আচল ছড়ায়ে।
আলো ভেবে

আজ যা হারিয়েছো
তোমরা অন্ধকারে  
হিজল তমালের বনে ।    

তবে তা শুধু
তোমাদের ই  মানায়।
আর আমি না দেখার
দলেরই একজন।

২৫/৪/২০১৬