ছন্দের ফেরিওয়ালা

     "জাহাঙ্গীর আলম"

তপ্ত রোদে সপ্ত আকাশ
শ্যামল কোমল
সুপ্ত বাতাস।

ঘাটের মাঝি দিচেছ পাড়ি।
শেষ যে কোথায়
দেখবে তারি।

সাত সমুদ্র তের নদী
আরো কত রইলো অদি।

আকাশ বাতাস
নদীর ধারে
কাশবনে ঐ
খুজলো কারে
দিঘল দিঘীর সুর্য কাজল।
গায়ের বধুর
হৃদয় আচল ।

ধুলোর নুপুর পরলো যারা
খোপার ফুলের
গন্ধ হারা।

অন্ধকারে আলোয় দেখি
জলছে জোনাক
উঠলো মাতি

প্রজাপতি স্বপ্ন বুনে
কাঠাল চাপায়
আনমনে।

চৈতালি ঐ চৈতী নেসা
চঞলতায় চক্ষুতৃষা।

উদাস দুপুর রইলো থেমে
রামধনুর ঐ
রঙীন প্রেমে।