*** সংস্কৃত ষড়ক্ষরা বৃত্তির তৃতীয় তথা শেষ অধিবেশন। এ অধিবেশনে থাকছে সংস্কৃত মস্থাণ, মালই, দমন ও বসুমতী ছন্দ।


** আজকের এই অধিবেশন উৎসর্গ করছি পরম শ্রদ্ধেয় কবি, সাহিত্যিক, গবেষক, দার্শনিক এড. সুবোধ চন্দ্র শাস্ত্রী মহাশয়'কে। এড. সুবোধ চন্দ্র শাস্ত্রী আমার সাহিত্যের গুরু। গুরুজি অসংখ্য কাব্য, গবেষণাধর্মী লেখনী, তত্ত্বীয় ভাবনার প্রতিফলনমূলক গ্রন্থ প্রকাশ করেছেন। যা আমাকে সর্বদা মুগ্ধ করে। তারই প্রণামি স্বরূপ নিবেদন করলাম।


*** ছন্দালাপ ***


৭. সংস্কৃত মস্থাণ  ছন্দ:
গঠন :
সংস্কৃত রীতিতে : গুরু গুরু লঘু গুরু গুরু লঘু
বনেদী ছন্দে     :  বদ্ধ বদ্ধ মুক্ত বদ্ধ  বদ্ধ মুক্ত
আধুনিক বাংলায় : ধিন ধিন তা ধিন  ধিন তা
প্রতীক:  s s v  s s v  বা  – –  | – –  |
উদাহরণ:
সংস্কৃতে :
কামাবআরেণ  অন্ধেণ পত্তেণ
মত্তা দহাশুদ্ধ   মস্থাণ সো বুদ্ধ  ।।
(ব্যাখ্যা :
কা /গু, মা/গু, ব/ল, আ/গু, রে/গু, ণ/ল
অন্/গু, ধে/গু, ণ/ল, পত্/গু, তে/গু, ণ/ল
মত্/গু, তা/গু, দ/ল, হা/গু, শুদ্/গু, ধ/ল
মস্/গু, থা/গু, ণ/ল, সো/গু, বুদ্/গু, ধ/ল)
বাংলায় :
// অন্তিম কালের জন্য
                  সম্পদ গড়ায় ধন্য,
    কষ্টের যাপন ধ্বংস
                  গৌরব তোমার বংশ। //
(ব্যাখ্যা :
অন্/ধিন, তিম/ধিন, কা/তা, লের/ধিন, জন্/ধিন, ন/তা,
সম্/ধিন, পদ/ধিন, গ/তা, ড়ায়/ধিন, ধন্/ ধিন, ন/তা,
কশ্/ধিন, টের/ধিন, যা/তা, পন/ধিন, ধ্বং/ধিন,স/তা,
গোউ/ধিন, রব/ধিন, তো/তা, মার/ধিন,বং/ধিন, শ/তা)


৮. সংস্কৃত মালই ছন্দ:
গঠন :
সংস্কৃত রীতিতে : লঘু গুরু লঘু লঘু গুরু লঘু
বনেদী ছন্দে      :  মুক্ত বদ্ধ মুক্ত মুক্ত বদ্ধ মুক্ত
আধুনিক বাংলায় : তা ধিন তা তা ধিন তা
প্রতীক:  v s v  v s v  বা  | – | | – |
উদাহরণ:
সংস্কৃতে :
ধঅং সরবীঅ  মণী গুণতীঅ
লঈ লহু অন্ত; স মালই কন্ত।।
(ব্যাখ্যা :
ধ/ল, অং/গু, স/ল, র/ল, বী/গু, অ/ল
ম/ল, ণী/গু, গু/ল, ণ/ল, তী/গু, অ/ল
ল/ল, ঈ/গু, ল/ল, হু/ল, অন্/গু, ত/ল
স/ল, মা/গু, ল/ল, ই/ল, কন্/গু, ত/ল)
বাংলায় :
// যেমন পাপী ভণ্ড
                তেমন সাজা দণ্ড,
    দোষের হলো স্বস্তি
                এবার করো মস্তি। //
(ব্যাখ্যা :
যে/তা, মন/ধিন, পা/তা, পী/তা, ভন্/ধিন, ড/তা,
তে/তা, মন/ধিন, সা/তা, জা/তা, দন্/ ধিন, ড/তা,
দো/তা, ষের/ধিন,হ/তা, লো/তা,স্বশ্/ধিন, তি/তা,
এ/তা, বার/ধিন, ক/তা, রো/তা, মস্/ধিন, তি/তা)


৯. সংস্কৃত দমন ছন্দ:
গঠন :
সংস্কৃত রীতিতে : লঘু লঘু লঘু লঘু লঘু লঘু
বনেদী ছন্দে     :  মুক্ত মুক্ত মুক্ত মুক্ত মুক্ত মুক্ত
আধুনিক বাংলায় : তা তা তা তা তা তা
প্রতীক:  v v v  v v v  বা  |  | |  | |  |
উদাহরণ:
সংস্কৃতে :
দিঅবর তিঅ উণ হি সুপিঅ
দমণঅ গুণ ফণিবই ভণ।।
(ব্যাখ্যা :
দি /ল, অ/ল, ব/ল,  র/ল, তি/ল, অ/ল,
উ/ল, ণ/ল, হি/ল, সু/ল, পি/ল, অ/ল,
দ/ল, ম/ল, ণ/ল, অ/ল, গু/ল, ণ/ল,
ফ/ল, ণি/ল, ব/ল, ই/ল, ভ/ল, ণ/ল)
বাংলায় :
// উরু উরু মনে
               রসিকতা করি,
     সখা সখী সনে
               কি যে জড়াজড়ি!//
(ব্যাখ্যা :
উ/তা, রু/তা, উ/তা, রু/তা, ম/তা, নে/তা,
র/তা, সি/তা, ক/তা, তা/তা, ক/তা, রি/তা,
স/তা, খা/তা, স/তা, খী/তা, স/তা, নে/তা,
কি/তা, যে/তা, জ/তা, ড়া/তা, জ/তা, ড়ি/তা)


১০. সংস্কৃত বসুমতী ছন্দ:
গঠন :
সংস্কৃত রীতিতে : গুরু লঘু লঘু লঘু লঘু গুরু
বনেদী ছন্দে     :  বদ্ধ মুক্ত মুক্ত মুক্ত মুক্ত বদ্ধ
আধুনিক বাংলায় : ধিন তা তা তা তা ধিন
প্রতীক:  s v  v v v s  বা – |  |  |  | –
উদাহরণ:
সংস্কৃতে :
চেদ বসুমতী মেদ কুলবতী
বীর রতিসতী বেশ গুণবতী।।
(ব্যাখ্যা :
চে/গু, দ/ল, ব/ল,  সু/ল, ম/ল, তী/গু
মে/গু, দ/ল, কু/ল, ল/ল, ব/ল, তী/গু
বী/গু, র/ল, র/ল, তি/ল, স/ল, তী/গু
বে/গু, শ/ল, গু/ল, ণ/ল, ব/ল, তী/গু)
বাংলায় :
// মন থেকে বলি ভাই
                সৎ পথে গুণো গাই,
    ভুল পথে নাহি চল্
                সৎ হলো বাহু বল্। //
(ব্যাখ্যা :
মন/ধিন, থে/তা, কে/তা, ব/তা, লি/তা, ভাই/ধিন,
সৎ/ধিন, প/তা, থে/তা, গু/তা, ণো/তা, গাই/ধিন,
ভুল/ধিন, প/তা, থে/তা, না/তা, হি/তা, চল্/ধিন,
সৎ/ধিন, হ/তা, লো/তা, বা/তা,  হু/তা, বল্/ধিন)।


ইতি ষড়ক্ষরা বৃত্তির সংস্কৃত ছন্দ সংলাপ।


সকলের সুস্বাস্থ্য কামনা করি।


ধন্যবাদ।