"দহন"  


দহনে দহনে হৃদয় জ্বলিছে
তবুও  বলতে হয় আমি সুখী !!  
বিষের অনলে আচ্ছন্ন তবু
হৃদয়ে জাগে  অনুভূতি !!  


বসন্ত আসে তার নিজের নিয়মে
হৃদয়ে বেদনা ভরা,
মরীচিকা সম ভালোবাসা হয়
আকুলতা ভরা জরা।


কৃষ্ণচূড়ার ডালে ডালে আজ
শুধুই  বিবর্ন ফ্যাকাসে ফুল
ক্লান্ত  অবসন্ন মনের বাসনা,
স্বপ্ন দেখাও ভুল।


দুরন্ত ঝড়ে ভেঙেছে ভালোবাসা ;
বাঁধতে পারিনি তাকে!  
নীড়হারা পাখি নীড় খুঁজে মরে
নিয়তির ললাটে।


সব ফুল ঝরে পড়ে আজ
আমি একা অসহায়!  
ভালোবাসার মিছে মায়ার তরে
বেঁচে আছি এ ধরায়!  


হয়ত কোনোদিন আসবে বসন্ত
নিয়ে তার সুন্দরতা!  
অভাগা মনে রচিবো বাসা,
অনাবিল সুখের প্রত্যাশা !

প্রেম আজএক মরিচীকা সম
মিথ্যে মায়ার মরুদ্যান!  
অনুভূতির সাথে যুঝে চলেছি
বুকে ভরা অভিমান!


অসহায় হৃদয় পাষাণ আজ
শূণ্যতা ঘিরে ধরে,
"তবু ও বেঁচে থাকতে হয় "
সকল দুঃখ অভিমান ভুলে!