একাত্তরের মুক্তি সেনা, শোন জাতির আর্তনাদ,
বলো এখনো কেন পাইনি মোরা স্বাধীনতার সাধ?
স্বাধীনতা  কি শুধুই স্বপ্ন, মিছে তোমাদের গর্জন,
লাখ শহীদের রক্তে কেনা, দেশ বিভক্তই  অর্জন।
শিয়াল-শুকুনের গ্রাস থেকে দেশ দিলে কুকুরের মুখে,
পরাধীনতার সহস্র পাহাড়, চাপা দিলে জাতির বুকে।
কেন আমার পায়ের তলার মাটি,আমার বলিতে বাধা?
কেন অধিকার লুণ্ঠিত আজ,আইন আদালত সব ধাঁধা।
কেন বিচারপতির হয়না বিচার,রাজা থাকে নিরাপরাধ,
কেন সাধারন মানুষ মারার, আইনের যত ফাঁদ।
কেন গণতন্ত্রের দোহাই দিয়ে গণ হত্যার আয়োজন,
পুজিবাদীর হাতে জিম্মি কেন,দেশ-জাতি-জনগণ।
কেন বাবা-স্বামীর আদর্শ লড়াইয়ে জনতার বলীদান,
কেন স্বদেশীদের রক্ত-ঘামে, ভিনদেশীরাই ভাগ্যবান।
এই যদি হয় স্বাধীনতার রূপ, কেন লড়াইয়ের পরে,
রক্ষার হাল ছেড়ে দিয়ে, অস্র জমা দিয়ে কেন ঘরে।
পরাধীনতার শিকল থেকে বাঁচার উপায় কি নাই?
মুক্তিসেনা তোমাদের কাছে, আজকে জবাব চাই।।