এক টুকরো মাংশ পিণ্ড----
শরীরের অন্যান্য অঙ্গের মতই একটি অঙ্গ,
কিন্ত,তারে ছাড়া সকল অঙ্গই বিকল।
এখানে বুনি ভালবাসার বীজ,
জন্মায় মোহ,মায়া-মমতা, প্রেম।
তাহা দেখতে পাইনা,শুধুই অনুভব করি-
অনুভুতিরা করে তার মাঝে বসবাস।
তার মাঝেই স্বপ্ন-কল্পনা আঁকি।  
মুহূর্তেই সে বিচরণ করতে পারে-
         শত কোটি আলোকবর্ষ,
মহাকাশ,মহা বিশ্ব,স্বর্গ-নরক,আরশ আজীম।
মস্তিষ্ক-জ্ঞান-বিজ্ঞান,যেখানে অতি তুচ্ছ-নগণ্য।

মন-অন্তর-হৃদয়,যাহাই বল তার নাম,
সেতো শুধুই মানুষের মাঝে বিদ্যমান।
    মন দিয়েই মানুষ আর জীবে,
স্রষ্টা করিছেন চির অপূর্ব ব্যবধান।


যার অন্তর শুদ্ধ,তার সব শুদ্ধ,
যার অন্তর অশুদ্ধ,তার সব অশুদ্ধ।
হৃদপিণ্ডই সকল পুণ্য ও পূর্ণতার চাবিকাঠি।


মগজ-মস্তিষ্ক মাঝে যাহা কিছু করি ধারণ-
হৃদপিণ্ডের স্বীকৃতি হীন,সবই মূলহীন-অকারণ।
মগজে ঘটে মেধার বিকাশ,হৃদয়ে ঘটে ধ্যান,
মগজে রাখ ভব মায়া, হৃদয়ে প্রভুর প্রেম।।