নিষ্ঠুর নিয়তি রুদ্ধশ্বাসে পাটাতনে দ্বার রক্ষী।


অগ্নিগৃহে অভিযোগের ধরা পরিপূর্ণ


রোসাতলে যাক দুর্বারন,,


মশাল হাতে পথিক আমি জ্বালিয়ে দিবো ধরনী,


নষ্টধরনীর নষ্টমতি নীড় পুরিয়ে দিবো অহিংসার মালা দিয়ে।


ঘুচে যাবে নশ্বরী জাদু নেমে আসবে পরিশুদ্ধতা।


তান্ত্রিক সাধু বেশি জাদুকর বিলীন হোক।


বিজয় নামুক আস্তাকুড়ে আলো হাতে।


আঁধার মনি আমি বিলাবো জ্যোৎস্না ধরনীর পাদতলে।


মালা পরাবো মধু বিলাবো রঙ্গীন নৌকায় চরে।


কোন আঁধারে সাদাকাপরে মুরে বিদাই হবো নিঃশব্দে।


বকুল বাসনা ছরাবে আগরবাতি কাঁদবে।


একটুখানি গোলাপজল ছিটিয়ো মোরে।