অন্ধকার নিশি ছেয়ে গেছে প্রকোষ্ঠতার হাতছানিতে মোলায়েম মৃত আত্মার দেহ জুরে।


লাল শাড়ি ললাটে লাল টিপ খুনির বেশভূষা স্বেত পাথরের ন্যায় দাঁতের হাঁসি হাতে রক্তজল।


বকুলের কড়া গন্ধ নিছক তুচ্ছ চারপাশে যেন লাশের গন্ধ।


আম্রকাননে পতিত মকুল খুনির পদতলে পৃষ্ঠ।


এ যেন খুন নয় কলিজা ভক্ষণ, খুনির মুখে তাজা কলিজার স্বাদ।


লাল শাড়ি ললাটে লাল টিপ হাতে রক্তজল পায়ে ঘুঙ্গুর সে কি খুনি। অন্ধকারে টিপ টিপ পথ চলে।


চারদিকে কুকুরের ঘেউ ঘেউ শেয়ালের আনাগোনা তাজা লাশের গন্ধের পানে।


সুদর্শন এর আত্মচিৎকার খুন খুন খুন।


লাল শাড়ি ললাটে লাল টিপ হাতে রক্তজল থমকে গেল নাকি ঘামে ভেজা ক্লান্তি বেলের শরবত দিলে মন্দ না।


পরে আছে নিথর দেহ কলিজাবিহীন মৃত লাশ শেয়াল,কুকুর শকুনের জয়জয়কার।


লাশের কি তবে শতকার হবে নাকো।