এলোকেশি তুমি নির্বোধ দিনের আয়না তোমায় যাচে।


অন্ধকারে ক্ষনিকের ছাঁয়া বিচূর্ণতার মাঝে তুমি হয়ে বাঁচে।


অজুহাতের ভনিতা গুলো নষ্টের ডাকে বাঁধনছাড়া।


মায়াময় ভরের শিশির পরশ খোঁজে রৌদ্রের পানে।


এলোকেশি তুমি বাঁধনছাড়া জগতের হাঁসি।


কুরিয়ে পাওয়া প্রেম তুমি নও তুমি এলোকেশি হৃদয় জোয়ারে ভেসে আসা সুর তুমি।


কাঠ-কয়লার আগুনে অগ্নিময় স্ফুলিঙ্গ অভ্যর্থনাসভা বসিয়ে স্বাগত জানায় ভীরের মিছিলে।


এলোকেশি তুমি ভীরের মিছিল তোমাকে ঘিরে।


শূন্যঘরে চাঁদ এসে গল্প জমায় জোনাকির সাথে।


এলোকেশি তুমি সেই শূন্যঘরের মালকিন তুমি।


এলোকেশি তুমি মৃদু বাতাস তোমায় ঘিরে নিবেদন করে প্রেম।


তারাবাজি আসে নেমে বার্তা নিয়ে বাহুডরে আনে আলোর বার্তা আনে প্রেমের বার্তা।


যমুনার বুকে গাংচিল তোমায় খোঁজে তোমার এলোকেশ কে খোঁজে।


এলোকেশি তুমি হাওয়ার বর্ষণে আলতা পায়ে নামো যমুনার বুকে।


ছন্নছাড়া  গাংচিলের কন্ঠিত হাঁসি তোমায় ঘিরে।


এলোকেশি তুমি প্রজাপতির ছন্নছাড়া মিছিলে ঝরনার শীতলতা তোমার দেহে।


পাথরের হাঁসি কন্ঠিত ব্যাকুলতা গানের মাঝে মিলিয়ে আসে।


এলোকেশি তুমি নও যাযাবর ছন্দহীন পথচলা।


এলোকেশি তুমি নির্বোধ দিনের আয়না তোমায় যাচে।