জীবনের স্বপ্ন লুকিয়ে গেছে বন্ধানারীর যোনিতে,
প্রশান্তির হিসাব মিলানো যায় না, পারি না গুনিতে ৷
স্বার্থের লিঙ্গ চুষার ইচ্ছে উঁকি দেয় দিবস-রাতে!
ভদ্রতার খোলসে ঢেকে রাখার প্রয়াস থাকে সাথে ৷


ব্যর্থতার চরম আঘাতে উদ্দাম দৌড়ে পালায়,
সুখের আকাঙ্ক্ষা রূপ নেয় কাঙালের লালসায়!
মানবরূপী দেহের ভেতরে পশুরা করে চিৎকার,
অসহায় সত্য, সততা ও সভ্যতা করে হাহাকার!


নিষিদ্ধ পল্লীর অলিগলি ধরে হাঁটাতে কিছুটা আনন্দ,
শূন্যহাত সেখানে একদম চলে না, হারিয়ে যায় ছন্দ ৷
মৃত নদীর জলে শৈবালের যৌবনগঙ্গা করে নৃত্য!
বিশ্বাস, অবিশ্বাসের মাঝে থেকে ভাঙা যায় না বৃত্ত ৷


রচনাকাল— ২২/১১/২০২১ খ্রিষ্টাব্দ৷