এইতো আর একটু সময়
আঁকরে থাক
পথ ফুরোল, থেমেছে ঝড়।

তীব্র শঙ্কা অনাহারের?
ভয় পেওনা – থেমেছে ঝড়।
আকুল পাথার, - ঘোর অন্ধকার
মিলিয়ে গেছে
ঐ দেখনা আকাশ পানে
সাতটি দ্বীপের শিখা নিয়ে-
              জাগছেস্বাতি।।


ভয় পেওনা যা গেছে যাক,
নতুন করে হবে বসত;
ভিটে-বাড়ি পূর্ণ হবে
নতুন করে, নতুন প্রেমে।।

দেখ চেয়ে – ঐ যে আধার,
               ফিকে হলো।।

পুবের অরুণ রঙ ঝালিয়ে আসছে ফিরে,
এইতো আর একটু সময়-
আঁকরে থাক
পথ ফুরোল বলে ----