আর একটু সময় শুধু দাও,
            এক্ষুনি চলে যাব।
আমার যুগ – যুগান্ত সঞ্চিত প্রেমদল
মাথা কুটে তোমার ক্রোড়ে!!


জেনেছ তুমি কি?
কত যন্ত্রণা নিয়ে এসেছি-
আমার মাঝে ব্যাপ্ত আজ
কত সুপ্ত হাহাকারে ?


জন্ম থেকে, যন্ত্রণা বয়ে বয়ে-
বন্ধুর, পঙ্কিল, হাজারো
               পথ পরিয়ে
হে নারী, আজ তোমার কাছে এসেছি।


দেখ আমার পায়ে –
       রক্ত ঝরছে
চোখে এখনো জল!
হৃদয় ভেঙ্গে শতটা হয়েছে-
তবু প্রেম রয়েছে নিটোল ।।


তবু’ও কি ফিরাবে এক্ষুনি ?
রমণী অর্গল দিও না দ্বারে,
আমায় ফিরিয়ে দেবে দাও,
শুধু তুমি নাও তোমার দু’হাত পেতে
আমার জন্মাবধি সঞ্চিত প্রেম।


নাও – নারী নাও,
অপবিত্র হবেনা তুমি
আমিতো দিয়েছি হৃদয় থেকে
তুমি হৃদয়েই নাও।।


আমার পৌরুষের সুপ্ত হুহুঙ্কার
স্পর্শ করবে না তোমাকে-
তুমি রুদ্ধ করো না দ্বার –
আমাকে নিও না
আমার ভালবাসা নাও ।।