যুদ্ধ মানুষকে বদলে দেয়, যেমন বদলে দেয় প্রেম,
যেমনি বদলে দেয় প্রেমিকার প্রথম চুম্বন।
আকাশে তারাগোনা যখন বিফল হলো সে মুহূর্তে নিরালায় পথিক নিজেকে কবি ভাবতে পারেন,
কবি হয়তো কলমের কালিকে মদ ভেবে নিজেকে মাতাল ভাবেন,
মাতাল তার মস্তিষ্কের অগ্ন্যুৎপাত দেখে নিজেকে ভাবে বিপ্লবী,
বিপ্লবী ভাবেন তার একদিন যোদ্ধা হবার কথা ছিল,
বাবার অমতে হয়নি।
আর বৃদ্ধ যোদ্ধা পুরনো কাগজের দিকে তাকিয়ে ভাবেন কী ক্ষতি ছিল চুম্বনটি না দিলে?
প্রেমিকার প্রথম চুম্বন বদলে দেয় কবিকে,
বদলে যায় কবিতা,
আমিও বদলে গেলাম, আপনার হাতে কবিতা হলাম।