পশ্চিমের আকাশে খানিকটা লাল আভা,
ক্ষণে ক্ষণে সেই আভা ছড়িয়ে পড়ছে পুরো আকাশ জুড়ে;
পাতার ফাঁকে নিভু নিভু স্বর্ণালী আলো,
অস্পষ্ট সরব নীরবতায় জেগে আছে সমস্ত শহর।
গোধূলীর আলোয় উদ্ভাসিত চারপাশ,
কখনো চকচক করছে ফ্যাকাশে সাদা ফুল,
অদ্ভুত বাতাসে দুলছে পুরো পৃথিবী,
হঠাত্‍ শরীরে আছড়ে পড়ে শুকনো পাতা;
ঘরে ফেরার বাসনা তাড়া করে ফিরছে রাস্তার মানুষগুলোকে,
রেড সিগন্যালে আটকা পড়া মানুষগুলোর চোখে ক্রোধের চাহুনি,
তবুও ক্লান্তি ছাপিয়ে ঘরে ফেরার তীব্র প্রতীক্ষা।
শহরের অপর প্রান্তে, অর্ধসূর্য প্রতিকৃতির বিস্ময় বালকের চোখে;
সুতোকাটা ঘুড়ি সূর্য ছোঁয়ার পথে,
ধীরে ধীরে মিশে যায় সূর্যের রং,
ডুব দেয় সূর্য,
ডুব দেয় বালকের স্বপ্ন,
বালকটি অপেক্ষায় থাকে নতুন সূর্যোদয়ের,
নতুন সূর্য ওঠার।