এইখানে এক ড্রইংরুম,
শোকেসে পরপর সাজানো অনেকগুলো স্বপ্ন;
স্বপ্নগুলো হাতে নিয়ে একদিন আকাশে ছেড়ে দেব,
পাখি হয়ে উড়ে যাবে তোমার কাছে,
হঠাত্‍ ডিম পাড়বে তোমাদের ছাদে,
তুমি অবাক হয়ে তাকিয়ে দেখবে;
আর আমি সোফায় বসে হা হা করে হেসে উঠব।


এইখানে এক ড্রইংরুম,
ছাইদানীতে জমা আছে অনেকগুলো গল্প;
আজ গল্পগুলো ফুঁ দিয়ে উড়িয়ে দেব,
বাতাসে ভেসে ভেসে পৌঁছে যাবে তোমার জানালায়,
মাদকের কড়া গন্ধে বিরক্তির ছাপ ভাসবে তোমার কপালে;
আমি মধ্যরাতের নেশাগ্রস্তের মতো অট্টহাসি তুলব।


এইখানে এক ড্রইংরুম,
টিস্যুবক্সে রাখা আছে অনেকগুলো চিঠি;
চিঠিগুলো টুকরো টুকরো করে ছড়িয়ে দেব,
একসাথে জমা হবে তোমার বারান্দায়,
তুমি রেগে গিয়ে চিত্‍কার করে উঠবে; আর আমি ঘরের কোণে বসে মুচকি হাসি দেব।


এইখানে এক ড্রইংরুম,
দেয়ালের প্রতিটি কণা রয়েছে তোমার প্রতীক্ষায়,
হয়তো,
তুমি আসবে।


এইখানে এক ড্রইংরুম,
ঝাড়বাতির আলো তোমায় খুঁজে বেড়ায়,
হয়তো,
তুমি ফিরবে।


এইখানে এক ড্রইংরুম,
সোফায় বসে অপেক্ষা করে কেউ,
হয়তো,
তোমার দেখা মিলবে।