আমার রব যদি জিজ্ঞাসেন," আমার অবাধ্যতায় লজ্জিত হও কি? আমার সৃষ্টিকূলের সামনে পাপগুলো লুকাও, আমার সামনে নিয়ে আসো ঠিকই। "


কি দিব জবাব,                 হায় পরিতাপ!
              কে বাঁচাবে আমায়।
নিজেরে বুঝাই                   সময়ে সময়ে    
              মিথ্যামিথ্যি আশায়।।


কি হবে মরার পরে?  কি হবে যখন দেয়া হবে কবর? যেন আমার অশেষ আয়ু, মরণ কখনো আসবে না। কিন্তু যখন আসবে মৃত্যু, কেউ তখন বাঁচাতে পারবে না।।


চেহারাগুলো দেখে ভাববো, কে দেবে আমাকে মুক্তিপণ?? জিজ্ঞাসিত হবো আমি কি করেছি আজীবন?  কি দিবো জবাব- ভুলেছি নিজের দ্বীন?
শুনতে কি পাইনি আল্লাহর কালাম?


জানিনাই কি কিয়ামত - হাশর, শেষ বিচারের দিন?
শুনিনাই কি মৃত্যুর পদধ্বনি? তওবা করছি, হে রব্ব
তোমার বান্দা আমি, অতএব কে বাঁচাবে আমায়?
আছেন শুধু মহাক্ষমাশীল রব্ব ; যিনি সত্যের দিকে দেখাবেন পথ।


তোমার কাছেই এসেছি ফিরে, হে রব্ব! তওবা করছি তোমার সকাশে, দাও মীযান ভারী করে
সহজ করে দাও হিসাব আমার, তুমিই তো সেরা প্রভুর প্রভু বিচারক হাশরের।।