অপেক্ষা বুঝি আবার দাড়িয়ে আাছে দরজায়
তোমার প্রতিক্ষায়, জানি না হবে কবে শেষ।
অচেনা এক নাম চেনা মানুষের, ধুর্ত হেয়ালিতে
চলছে স্রোতের মতো, যা বহমান কষ্টের মতো।


আজ সেদিনের কথা মনে পড়ে, বৃষ্টির মতো
নেমেছিল চোখের জল, লতার মতো কমল হাত।
দিনের আলোর গভীরে আছে চাঁদ, তেমনি আছে সে
তাই বুঝি খেলা মেতেছ তুমি, বাড়ছে অপেক্ষা!