মধ্য শ্রেণীর বৃক্ষ আমি হেলায় আদরে উঠি বেড়ে
স্বপ্ন আমার কাছে তো দূর আকাশ, স্বপ্নের মাঝে। মাথায় পচা নারকেলের বোঝা, পায়ে শক্ত বাঁশ
নিরন্তর দাড়িয়ে থাকা সাথে অসস্থির পেলা।।


পথপানে দাড়িয়ে দেখি, কতো মানুষ যায় তার
আপন ঠিকানায়, আকাশে পাখির ডানায় ভর করে
ছুটে চলে যায় তার স্বপনের দেশে, শুধু আমি হায়!
এখনও স্তব্ধ মরা নদীর মতো, নিরবধি নিরস।।