কি আনন্দ!
কি আনন্দ! নতুন করে সূর্য জেগে উঠবে ঐ আকাশে, দেখবে  বিশ্ব, নতুন এক জাতিকে, যে জাতি লড়ে মরে। কি আনন্দ! আজ গৃহে গৃহে বসবে মেলা, স্বপ্নের ডানা, কতটা কঠিন পথ পারি দিয়ে, অবশেষে সোনার বাংলা।।


কি আনন্দ! আজ উগ্র ছেলেটি ফিরবে, কতদিন পর,
কি বেদনা! মায়ের বিধবা শাড়ী, ভাইয়ের কবর ,বোনের চিৎকার, কি দুঃসহ এক বাংলার চিত্র, তবুও অবশেষে কি আনন্দ! কি আনন্দ!