আমি দেখেছি বিশ্ব যে যুদ্ধের নগ্নতায় করে নৃত্য
আমি দেখেছি স্বদেশ যে দুর্নীতির ছোঁয়ায় শিক্ত।
আমি মানুষ দেখেছি কিন্তু পেয়েছি কি মানুষ!
স্বার্থপর, স্বার্থহীন শব্দ শুনি বার বার, কতোবার!


হায়েনার মতো মানুষ চলছে পিছু পিছু কিসের
নেশায়, ভেঙ্গেছি পরাধীনতার শৃঙ্খল , আজ
আমায় রুখবে কে! আজ আমায় করবে কে শাসন, হা হা! যে নিজেই করি দুঃশাসন! খুজেছি মানবতা, বহুবার বহুদিন তবুও পাইনি, আমি দেখেছি মানুষ শুধু দেখি নাই মানবতা!


যে জাতির জন্য আমরা গর্ব করে সারা, তার হাত কেন রক্তমাখা ? কেন শুনি ধর্ষিতা শিশুর চিৎকার?  কেন বাবার লাশ ট্রেনলাইনে কাটা পড়ে থাকে!  আমি দেখি সব, আমিও যে তাদের দলে! তাহলে কেমনে হবে জয়, মানবতার!