বসন্ত পরাজিত হবে তোমার ভালবাসার কাছে,
আমি তো সামান্য মানুষ হয়ে  কি করে পারি তোমার স্নেহ মায়াজাল থেকে নিজেকে অক্ষুণ্ণ  রাখতে।
আমি পরাজিত হতে চাই বার বার তোমার মুক্ত প্রণয়ের অভিপ্রায়ে।
তোমার উষসী অনুরাগে নিজেকে রাঙাতে চাই রামধনুর সাতটি রঙে।

তুমিতো শিখিয়েছ  ভালবাসার  ক্লেশ  ধূসর মরুভূমির মৃগতৃষ্ণার অভিপ্রায়।
তোমার সঙ্গে  তো ঘন বৃষ্টি  অরণ্যে একফালি রোদের অন্বেষণে  মৃগয়া হয়ে তোমার হাত ধরে ধাবিত  হয়েছি।
অতিবাহিত  পথে সংকীর্ণ  অসু, তোমার জন্য হয়েছে বারবার  প্রসারিত।
তোমার জন্য আমি মৃত্যুকে হার মানিয়ে বারংবার  করিবো জয়।
ছিনিয়ে  নিব তোমার ভালবাসা প্রণয়ের অন্তরায়।
তুমি তো আমার  জীবনের পেয়ারী  নও,
তুমি তো আমার প্রেমের অনুরাগ,
আমার আয়ুষ্কালের সেরা উপহার।


   তারিখ -১/০৪/২০১৭, সময় -৮.২৬ পি.এম