তার রূপের অয়ন হতে হয়েছে ঋতুর উত্তরায়ণ,
লাবণ্যে পড়েছে ভাঁটা, জমেছে ক্ষীণ জরার পলি |
আমার মনে যে সৌন্দর্য এনেছিল প্রেমের প্লাবন,
শরীরের কারাগারে সে আজ মলিন ঘ্রাণ হীন কলি |


প্রকৃত রূপের প্রকৃতি কি কেবলই সুসময়ের দাস ?
ঋতুর সাথে যার উদয় যায় অস্ত, অমোঘ নিয়মে ;
সিঞ্চন করেছিল যারে আর্তবের নিষিক্ত বাতাস ;
সজ্জিত হয়েছিল যে স্বর্ণাভ লাবণ্য রসের হেমে |


অতিক্রান্ত শীত পারে কেন আসে রজক্ষয় বসন্ত ?
কেন ঋতু করে ত্যাগ তার অস্তিত্বের রূপসী কায়া ?
যে আকাঙ্ক্ষিত এত সে কেন চায় নির্বাসন একান্ত,
নিয়ে শূন্য নিষ্ফলা তার জঠরে লুপ্ত যৌবনের মায়া ?


কায়া আছে, কাম নেই, তবুও স্মৃতিতে তুমি বন্দিনী,
চিরযৌবনা শুধু এই এক স্তাবকের দৃষ্টির অনুমোদনে |
নির্বাসনে যেতে কেন তুমি ফিরে ফিরে চাও, বিরহিণী,
রেখে আমায় অশেষ অপেক্ষায়, অতীতের বিহনে ?


----------------------------------------------
© ইন্দ্রনীর / ১৭ নভেম্বর ২০১৩