ইচ্ছে ছিলো প্রিয়া,
বসন্তের প্রথম পলাশ তোমায় দেবো!
তুমি হাত ও বাড়িয়ে ছিলে,
আবার গোপনে চলেও গেলে।


বিশ্বাস করো প্রিয়া,
তোমার এই না থাকা আমাকে,
ভূমিকম্পের মত ভেঙে চুরে চুরমার করে দেয়।


আমার কাছে,
দুর্ভিক্ষ বলতে তোমাকে বুঝি।
নিসঙ্গতা বলতে তুমি
বৃষ্টি বলতে তোমাকে বুঝি।
বসন্ত বলতে শুধু তুমি।


বিশ্বাস করো প্রিয়া,
তোমার এই না থাকা যেন,
সুর্য গহ্বরে হাইড্রোজেন পরমানুর বিষ্ফোরণের মত।


ইচ্ছে ছিলো প্রিয়ে,
তোমার কাছে প্রেম ভিক্ষে নেবো!
তুমি সমুদ্রের ঢেউয়ের মত ফিরে এসো,
আমাকে স্পর্শ করো,
তোমার স্পর্শই আমার উদ্ধার।
আমি তোমাকে প্রলয়ের মতো ভালবাসি।