কবিতা:১


বিদেহীর দেহ খুঁজে খুঁজে,
আকাশে বাতাসে জমেছে কত স্তরীভূত গলিত
পুঁতিগন্ধে ভরা পচমান শাক্ত স্তবগান।
ছাগলের রথে  সওয়ার  দেবতা থর,
কিংবা উর্বরতার আঁধার  ফ্রেইয়ার উদর!
মানুষের কল্পনা চলে গেছে বাস্তবের বহুদূর,
বুদ্ধির দুয়ারে আবেগের প্রসারিত চোয়াল—
গ্রাস করতে চাই সত্যের স্বর্ণবোয়াল।



(বিঃদ্রঃ কবিতার নামকরণে আমি প্রায়শই আংশিক বিপর্যস্ত বোধ করি।  অন্তর্জাত অনুভূতির অনুূরণনে কবিতার জন্ম,  আর সেই অনুভূতিটুকুর নামকরণ কী সহজসাধ্য?  অনুভূতির নামায়ন কি আয়াস সাধ্য? মানস সরোবরে পুঞ্জীভূত ভাবকে যদিও কথামালায় কবিতাদেহে আবদ্ধ করা সম্ভব হয় তথাপি একটি বিশেষ নামে সেই অদৃশ্য, অন্তর্নিহিত ভাবকে ধারণ আমার কাছে দুঃসাহসিক ই মনে হয়৷  


কোনোরূপ ভ্রান্ত অভিমত ব্যাক্ত করে থাকলে তার জন্য আমি দুঃখিত হতে কিঞ্চিৎ কুঞ্চিত হবো না৷  আজ বাংলা কবিতার আসরে আমার প্রকাশিত প্রথম কবিতা।  কতিপয় বন্ধুবরের নিকট আমি এই ওয়েবসাইটটি সম্পর্কে অবহিত হয়,  তাদের কাছে আমি কৃতজ্ঞ এত সুন্দর একটা প্লাটফর্মের হদিস বাৎলে দেওয়ার জন্য।  সকলকে আন্তরিক অভিবাদন আমার পাতায়।  সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। )