ভূতের পিছনে ঘোরলাগা মদ্যপের মতো
এলোমেলো বকে যাই মনে আসে যা-তা
খেয়ে দেয়ে কাজ নাই — কবিতা লিখি তাই
ভূতের আছর ছাড়ানো না-যায়
সামনে পড়ে আছে বিচিত্র যে জীবন
তার কথা বলার সামর্থ্য রাখে কজন
সবার মতো আমিও খুঁজে বেড়াই
বুড়িয়ে আসা সমাধির নিচে জীবনের গান
অতীতের দ্বারে মৃদু আঘাতে সন্ত্রস্ত করে তুলি
আপন চেতনার অন্তর্গত জীবন্ত জীবাশ্ম
কবে কোন বনে কোকিলের তানে ঘুরে ঘুরে মরি
অথচ বিপুল জীবন পড়ে আছে ভবিষ্যতের অনন্ত গহ্বরে